Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নভেম্বর ১২, ২০২৪, ০৫:৪৮ পিএম


আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারের জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষ্যে রেলি ও গণ-সমাবেশ করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
আজ মঙ্গলবার বিকেলে একটি রেলি আড়াইহাজার বাজার থেকে শুরু করে গোপালদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে   সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লার  সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর এম সায়েম উদ্দিন সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গোলনার ইভা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সহিদুল্লাহ মিয়া, সাবেক বি আর ডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, সাবেক জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন লিটন এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পারভীন আক্তার বলেন যারা সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি করে দলের ভাবমূর্তি নষ্ট করে তারা দলের অনুপ্রবেশকারী তাদের থেকে সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন ছাত্র জনতার হত্যাকারী খুনি হাসিনাকে দেশে ফিরে এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

বিআরইউ

Link copied!