Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ সদস্যদের শ্রদ্ধা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৪, ০৬:৫০ পিএম


রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ সদস্যদের শ্রদ্ধা

রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী রাঙ্গামাটি জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সোমবার সকাল ৯টার দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবাগত চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা।

পুষ্প অর্পণ শেষে বায়ান্নর ভাষা আন্দোলন ও জুলাই-আগষ্টে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা কমনা করা হয়।

এ সময় চেয়ারম্যানের সাথে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য ও সাবেক জাতীয় দলের ফুটবলার বরুণ দেওয়ান, হাবিব আজম, প্রণতি রঞ্জন খীসা, রাঙ্গাবি তঞ্চঙ্গ্যা, প্রতুল চন্দ্র দেওয়ান, ক্যওসিংমং, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, নাইউ প্রু মারমা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা ও লুৎফুন্নেসাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত জেলা পরিষদের সদস্যরা হলেন- রাঙামাটি সদরের প্রতুল চন্দ্র দেওয়ান, রাঙামাটি সদরের বরুণ বিকাশ দেওয়ান, রাঙামাটি সদরের মো. হাবিব আজম, রাঙামাটি সদরের সাগরিকা রোয়াজা, রাঙ্গামাটি সদরের নাইউ প্রু মারমা, রাঙামাটি সদরের রাঙাবী তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সদরের বৈশালী চাকমা, রাঙামাটি সদরের লুৎফুন্নেসা বেগম, কাপ্তাই উপজেলার ক্যওসিং মং, নানিয়ারচর উপজেলার প্রণতি রঞ্জন খীসা, নানিয়ারচর উপজেলার দয়াল দাশ, বিলাছড়ি উপজেলার ড্যানিয়েল লাল মুয়ান পাংখোয়া, লংগদু উপজেলার মিনহাজ মুরশীদ, বাঘাইছড়ি উপজেলার দেব প্রসাদ দেওয়ান।

ইএইচ

Link copied!