Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

কিশোরগঞ্জে এইচপিভি টিকা কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৪, ০৭:০০ পিএম


কিশোরগঞ্জে এইচপিভি টিকা কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জে এইচপিভি টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ে এইচপিভি টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এক সময় জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হলেও নারীরা মুখফুটে বলতে পারতো না। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে গুজবে কান না দিয়ে সব কিশোরীকে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নেয়ার আহ্বান জানান বক্তারা।

ইএইচ

Link copied!