ফেনী প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৪, ০৭:২৯ পিএম
ফেনী প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৪, ০৭:২৯ পিএম
‘রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ফেনীতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ফেনী রিপোর্টাস ইউনিটি প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়েবুল হক।
সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, ফেনী সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ এনামুল হক খোন্দকার, নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মলয় চক্রবর্তী, ফেনী জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াত ইসলামির প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, ফেনী জেলা বিসিএস শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেলিম সরকার, ফেনী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম, আবু তাহের।
সুজনের স্থানীয় পৌর সাধারণ সম্পাদক ইমুনুল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, প্রাইমারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খোন্দকার, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য শাহআলম বাদল, সাবেক ছাত্রদল নেতা নাইমুল উল্যাহ বরাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওসমান গনি রাসেল প্রমুখ।
ইএইচ