Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেলান্দহে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৪, ০৮:০১ পিএম


মেলান্দহে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

জামালপুরের মেলান্দহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান চর গোবিন্দী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। এ ঘটনায় আনিছুর রহমানের ছেলে আরাফাত (১৬) আহত হয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

অভিযুক্ত মো. মাহবুব আকন্দ (৩৮) উপজেলার চর গোবিন্দি মধ্যপাড়া এলাকার মো. মোজাফফর আকন্দ  ওরুফে হান্নানের ছেলে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত আনিছুর রহমানের মরদেহ সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!