Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে পুলিশে টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৪, ০৮:০৫ পিএম


কুড়িগ্রামে পুলিশে টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশে টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ এর মাঠ পর্যায়ে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন ও সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, দিনাজপুর হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ মো. মমিনুল ইসলাম ও নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ।

ইএইচ

Link copied!