Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফরিদগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৪, ০৮:২৯ পিএম


ফরিদগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচিত গৃহবধূ আসমাকে মারধর, ধর্ষণ, হত্যা ও যৌতুকের অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার চাঁদপুর আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা দায়ের করেন। আদালতে নির্দেশের ফরিদগঞ্জ থানার এসআই ইসলাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ আসামির বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, গৃহবধূ আসমার শ্বশুর হানিফ রাড়ি (৫০) ও শাশুড়ি মাছুমা বেগম (৪৫)।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা দায়ের প্রেক্ষিতে মামলায় অভিযুক্ত হানিফ রাড়ি ও মাছুমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।

ইএইচ

Link copied!