Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কানাইঘাটে মুনতাহা’র কবর জিয়ারত করলেন জেলা প্রশাসক

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

নভেম্বর ১২, ২০২৪, ০৮:৪৭ পিএম


কানাইঘাটে মুনতাহা’র কবর জিয়ারত করলেন জেলা প্রশাসক

কানাইঘাটের নিহত শিশু মুনতাহা জেরিনের পরিবারের সদস্যদের প্রতি সান্ত্বনা প্রদান ও মুনতাহা জেরিনের কবর জিয়ারত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসক মুনতাহা জেরিনের বাড়ি বীরদল ভাড়ারীফৌদ গ্রামে যান এবং হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ শিশু মুনতাহা জেরিনের হত্যাকাণ্ডের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ প্রশাসন সব সময় মুন্তাহা জেরিনের পরিবারের পাশে রয়েছে বলে নিহতের পিতা শামীম আহমদ সহ আত্মীয়-স্বজন’কে সান্ত্বনা প্রদান করেন। জেলা প্রশাসককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুনতাহা’র স্বজনরা তারা খুনিদের ফাঁসির দাবি জানান।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ নিহত মুনতাহা কবর জিয়ারত করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব মানব সম্পদ) হোসাইন মো. আল জুনায়েদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ওয়াজিদ ওয়াসিফ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল।

ইএইচ

Link copied!