Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চরফ্যাশনে নসিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৪, ০৮:৫৮ পিএম


চরফ্যাশনে নসিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত ২

ভোলার চরফ্যাশনে মালবাহী নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ইমন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়। এ সময় আহত নেছার উদ্দিন (২৫) ও সিয়ামকে (২০) চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক  নেছার উদ্দিনকেও মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের কালামের ছেলে ইমন ও বোরহানউদ্দিন উপজেলার বড়ানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াসের ছেলে নেছারউদ্দিন।

আহত সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের আনসার আলীর ছেলে।

মঙ্গলবার পৌরসভার ১নং ওয়ার্ড কাইমুদ্দির মোড় নামক স্থানে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আসাদুজ্জামান লিখন জানান, তিন আরোহী মোটরসাইকেল যোগে বোরহানউদ্দিন থেকে চরফ্যাশনে আসার পথে চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ড কাইমুদ্দির মোড়ে আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস অতিক্রম করার সময় অপরদিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ইমনের মৃত্যু হয়।

এ সময় আহত সিয়াম ও নেছারউদ্দিনকে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নেছার উদ্দিনকে মৃত্যু ঘোষণা করেন।

আহত সিয়ামের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান হাওলাদার জানান, কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়।

ইএইচ

Link copied!