Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৪, ০৯:০৩ পিএম


ফরিদপুরে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর ফরিদপুর শহরতলীর গেরদা এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় আবরার জাওয়াদ দারুণ (১৫) নামে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।  

মঙ্গলবার দুপুর চারটার দিকে গেরদার জনৈক এনাম মিয়ার পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এর আগে, গত রোববার বাড়ি থেকে বের হয় দারুণ। এরপর আর বাড়ি ফিরে নাই সে।

নিহতের পরিবারের অভিযোগ, জাওয়াদকে হত্যা করে লাশটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

ইএইচ

Link copied!