হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নভেম্বর ১৩, ২০২৪, ০৩:৩৬ পিএম
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নভেম্বর ১৩, ২০২৪, ০৩:৩৬ পিএম
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় নবাগত ইউএনও এর সাথে দৈনিক আমার সংবাদ প্রতিনিধির মতবিনিময় অনুষ্ঠিত।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১২টার দিকে ইউএনও এর কার্যালয়ে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় করেন দৈনিক আমার সংবাদ এর উপজেলা প্রতিনিধি মো. ছাইফুল ইসলাম জিহাদ।
এসময় হাতিয়ার নবাগত ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, সুন্দর ও সুশাসন দেশ গঠনে গণমাধ্যম কর্মীদের অবদান বরাবরই প্রশংসিত। তাই আমি গণমাধ্যম কর্মী ও প্রশাসনকে সাথে নিয়ে দ্বীপ উপজেলা হাতিয়াকে একটি মডেল উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করতে আগ্রহী। বিশেষ করে নদী ভাঙন রোধ ও যাত্রী পারাপারে বিশেষ ভূমিকা ও ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ।
এছাড়াও তিনি বলেন, ন্যায় নীতি ভরা সুন্দর সমাজ গঠনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে বাল্যবিবাহ রোধে কাজ করতে প্রস্তুত। আপনারা গণমাধ্যম কর্মীরা আমাকে এসকল বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস। আমার বিশ্বাস আমিও আপনারা সততা বজায় রেখে এইভাবে কাজ করতে পারলে হাতিয়া হবে বাংলাদেশের মডেল একটি উপজেলা।
মত বিনিময়কালীন সময়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত ছিলেন, হাতিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক মো. জিএম ইব্রাহিম, মানব কণ্ঠ পত্রিকা,যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন তুহিন,নয়া দিগন্ত পত্রিকা, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন কিরণ, আরটিভি প্রতিনিধি, মো. ফিরোজ উদ্দিন, মোহনা টিভি, এছাড়াও উপস্থিত ছিলেন, মো. সাখাওয়াত হোসেন, দৈনিক সমকাল প্রতিনিধি, মো. আমির হামজা, দৈনিক সংগ্রাম প্রতিনিধি, মো. আকতার হোসেন, ইনকিলাব প্রতিনিধি, তাজুল ইসলাম তসলিম,বিজয় টিভি প্রতিনিধি, আবু সায়েদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি, উত্তম শাহা,টিটেন টিভি,মো. জাকির হোসেন, বাংলাদেশ সমাচার প্রতিনিধি, মো. হানিফ উদ্দিন, খবরের কাগজ প্রতিনিধি সহ প্রমুখ।
বিআরইউ