Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

গাজীপুরে কৃষিযন্ত্র উদ্ভাবনী প্রতিভা অন্বেষণে পুরস্কার বিতরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৪, ০৪:৩২ পিএম


গাজীপুরে কৃষিযন্ত্র উদ্ভাবনী প্রতিভা অন্বেষণে পুরস্কার বিতরণ

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং কৃষিযন্ত্র উদ্ভাবনী প্রতিভা অন্বেষণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

বুধবার (১৩ সভেম্বর) সকালে বিভাগের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারি’র সাবেক পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আইয়ুব হোসেন; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান; পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মনিরুল ইসলাম; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. এফ এম আবদুর রউফ এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমানসহ বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় প্রতিভা অন্বেষণের মাধ্যমে সারা দেশ থেকে মোট চার জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীদের মধ্যে প্রথম পুরস্কার প্রদান করা হয় রিমোট কন্ট্রোল পাওয়ার টিলার উদ্ভাবনের জন্য মো. আনোয়ার হোসেন, দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয় যথাক্রমে- পাট কাটা মেশিনের জন্য হোসেন আলী বিশ্বাস, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ফলের গুণাগুন বিশ্লেষণ এবং পৃথকীকরণ যন্ত্রের জন্য রিজবী আহমেদ নিলয় এবং ফুলের পরাগ রেনু শুকানোর যন্ত্র পোলেন ড্রয়ারের জন্য সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ারকে।

বিআরইউ

Link copied!