Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৪, ০৪:৪০ পিএম


উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে বিক্ষোভ

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আখতার হোসেনসহ উত্তরঙ্গ থেকে অন্তর্বর্তীকালীন সরকারে কমপক্ষে চারজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের দাবিতে রংপুর- ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুর জেলার শিক্ষার্থীরা। দাবি মানা না হলে রাজপথ, রেলপথ ব্লকেডসহ কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান শিক্ষার্থীরা।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিন বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত রংপুরের প্রবেশপথ মডার্নে ‘আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্র-জনতার তিন দফা দাবি’ নিয়ে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা মহাসড়কে শুয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে রংপুরের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেন। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ভোগান্তি পোহাতে হয় আটকেপড়া যানবাহনে যাত্রীদের।

পরে সমাবেশে বক্তব্য দেন রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহাম্মেদ, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, ডা. জামিল, নাহিদ হাসান খন্দকার, হামিম মোন্তাজিরসহ অন্যরা।

আরএস

Link copied!