তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
নভেম্বর ১৩, ২০২৪, ০৪:৪৮ পিএম
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
নভেম্বর ১৩, ২০২৪, ০৪:৪৮ পিএম
কিশোরগঞ্জের তাড়াইলের অটোরিকশা চালক আল আমিনকে (১৫) জবাই করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে শাহিন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাত ১টার দিকে তাড়াইল উপজেলার পংপাচিহা গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহীন মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আসামিকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) আবদুল হাই চৌধুরী জানান, গত ১০ নভেম্বর সকাল অনুমান ৭ টার দিকে ভিকটিম আল আমিন প্রতিদিনের ন্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যা ৬ টায় ভিকটিমের বোন পিংকী আক্তার (২২) সর্বশেষ মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের সাথে কথা বলেন।
ঐ সময় ভিকটিম তার বোনকে জানায় , সে যাত্রী নিয়ে নান্দাইল উপজেলার সুনামগঞ্জ বাজারে আছে। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে প্রতিদিনের ন্যায় ভিকটিম আল আমিন অটোরিকশা নিয়ে বাসায় ফিরে না আসায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে খোঁজাখুজি করিতে থাকে।
খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ টার দিকে ভিকটিমের পরিবারের লোকজন লোকমুখে জানতে পারে, কিশোরগঞ্জ সদর থানাধীন পাঁচধা গ্রামে একটি গলা কাটা লাশ ধান ক্ষেতে পড়ে আছে। ওই সংবাদের ভিত্তিতে ভিকটিমের বড় ভাই আলমগীর হোসেনসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভিকটিম আল আমিনের মরদেহ সনাক্ত করে এবং সেখানে থানা পুলিশসহ বহু লোকজনের সমাগম দেখতে পায়।
পরে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ভিকটিমের মরদেহের সুরতহাল প্রস্তত করে মরদেহটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ভিকটিমের পরিবারের ধারনা গত রবিবার (১০ নভেম্বর) রাত অনুমান সাড়ে ৭টা থেকে ১১ নভেম্বর সকাল অনুমান সাড়ে ৮ টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা আসামিগণ অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম আল আমিনকে জবাই করে হত্যা করত লাশ গুম করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।
বিআরইউ