Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জামালপুরে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি:

জামালপুর প্রতিনিধি:

নভেম্বর ১৩, ২০২৪, ০৫:৪৬ পিএম


জামালপুরে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা জাকের পার্টির আয়োজনে ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
এ উপলক্ষ্যে আজ বুধবার দুপুরে  শহরের জামালপুর অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব মো.শামীম হায়দার। সভায় জামালপুর জেলা জাকের পাাটির সভাপতি মো.শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর সঞ্চালনা করেন।

সভায় বিশেষ অতিথর বক্তব্য দেন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন, জাকের পার্টি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ: রশিদ,তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্যা মহুয়া সুলতানা লাভলি ও ময়মনসিংহ বিভাগ সভানেত্রী শিরিন রহমান প্রমুখ।

বিআরইউ

Link copied!