Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কোম্পানীগঞ্জে পরিচ্ছন্নতা রক্ষায় ৫ হাজার ডাস্টবিন বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নভেম্বর ১৩, ২০২৪, ০৬:০০ পিএম


কোম্পানীগঞ্জে পরিচ্ছন্নতা রক্ষায় ৫ হাজার ডাস্টবিন বিতরণ

দোকানপাট ও বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ৫ হাজার পিস ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে ডাস্টবিন বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা প্রশাসক তানভীর ফরহাদ শামীম ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা সচিব আবদুল হালিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী,কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন,বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি’র সভাপতি আবদুল মতিন লিটন প্রমূখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক তানভীর ফরহাদ শামীম বলেন, বসুরহাট পৌরসভা একটি প্রথম সারির আলোচিত পৌরসভা,এই পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আপনাদেরি,পৌরসভার ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্য রক্ষায় এসব ময়লার ঝুড়ি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসময় পৌরসভার সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

বিআরইউ

Link copied!