Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৪, ০৯:২০ পিএম


কুড়িগ্রামে আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। 

মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম শাপলা চত্বরের সামনে আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আজিজ নাহিদ, ফয়সাল আহমেদ সাগর, আলমগীর হোসেন, মাহমুদুল হাসান লিমন, খন্দকার আল ইমরান, তারেক খান মজলিশ, সাদিকুর রহমান সাদিক এবং আল মিজান মাহিন। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আজিজ নাহিদ বলেন, রংপুর অঞ্চল বরাবরই বৈষম্যের স্বীকার, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে এত উপদেষ্টা থাকলে রংপুরে কেন উপদেষ্টা নাই?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফয়সাল আহমেদ বলেন, আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি আমরা মানবো না। রংপুর ও রাজশাহী বিভাগ থেকে ২জন করে উপদেষ্টা দিতে হবে।

বক্তব্য শেষে ৩দফা দাবি পেশ করা হয়, দাবি গুলো হলো:-

আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্রজনতার ৩ দফা—

১. সুষম উন্নয়ন ও অর্ন্তভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে ২জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। 

২. সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। সেইসাথে প্রত্যেক উপদেষ্টাকে কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে। 

৩. বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না, এমন কোন উপদেষ্টাকে পরবর্তীকালীন সরকারে রাখা যাবে না। পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের পরামর্শ গ্রহণ করতে হবে।

আরএস

Link copied!