Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪,

টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৪, ১০:৩১ এএম


টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপে শ্রমিক আন্দোলনের ইন্ধনদাতা আব্দুল হালিমকে (৪৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি ওই প্রতিষ্ঠানের পরিচালক।

অভিযোগ রয়েছে শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।

গ্রেফতারের পর বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ জানায়, টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রতারণার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে। পরে বিষয়টি নিয়ে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চট্রগ্রামের এক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে বিশেষ ক্ষমতা আইনসহ পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত শনিবার থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ সময় তারা কয়েকটি কারখানা ভাঙচুর করে। এর জেরে ওই গ্রুপের ৫টিসহ আশপাশের অন্তত ৪৫টি কারখানা বন্ধ হয়ে যায়। পরে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিআরইউ

Link copied!