Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪,

রাজধানীর হাজারিবাগ থেকে সাবেক এমপি মুকুল গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি:

ভোলা প্রতিনিধি:

নভেম্বর ১৪, ২০২৪, ১১:৩৭ এএম


রাজধানীর হাজারিবাগ থেকে সাবেক এমপি মুকুল গ্রেপ্তার

পালিয়েও রক্ষা পেলেন না সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল(৫৫)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসপি শিহাব করিম আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হয় নাহিদুল ইসলাম।ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল।

গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল। এছাড়াও তার নির্বাচনি এলাকার দুই থানায় ,অপহরণ, হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে ৮/১০টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মুকুলের গ্রেফতারের খবর পেয়ে তার নির্বাচনি এলাকায় (বোরহানউদ্দিন-দৌলতখান) জনসাধারণ মাঝে খুশির জোয়ার বইছে, তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

বোরহানউদ্দিন-দৌলতখানের স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়, আলী আজম মুকুল তার রাজনীতির প্রথম দিকে ফেল করা ইউপি মেম্বার, কোটায় সাবেক মেয়র, বিনা ভোটের সাবেক কথিত এমপি,ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয় সেকেন্ড ইন্ড কমান্ড, রাজকুমার আলী আজম মুকুল ঢাকার হাজারিবাগ এলাকা থেকে  RAB-২আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। বিগত ১৬  বছর আওয়ামীলীগের দুঃশাসনে এই আলি আযম মুকুল এলাকায় জমি দখল,চাঁদাবাজি, সাংবাদিক নির্যাতন, সাধারণ মানুষ কে মিথ্যা মামলা দেয়া সহ নানাভাবে দমনপীড়ন করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আশা করছি তার অনুসারীরাও খুব দ্রুত আইনের আওতায় চলে আসবে।

উল্লেখ্য,  ২০১৪ সালের বিতর্কিত সংসদ নির্বাচনে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসন থেকে প্রথমবার আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।

বিআরইউ

Link copied!