Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

রামপালে বৃক্ষমেলা উদ্বোধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৩:৫৪ পিএম


রামপালে বৃক্ষমেলা উদ্বোধন

’বৃক্ষ দিয়ে সাজাই দেশ, ’সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে রামপালে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা জি.এম. রফিক আহম্মেদ।

এর আগে মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা স্থলে গিয়ে শেষ হয়।

উপজেলা প্রশাসন রামপাল ও সামাজিক বন বিভাগের যৌথ এ মেলার আয়োজনে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ।

শিক্ষক মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন- বাগেরহাট বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা জি.এম. রফিক আহম্মেদ, রামপাল থানার অফিসার ইনচার্জ মো.সেলিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, বাগেরহাট রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধু, প্রেসক্লাব রামপাল এর সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রামপাল উপজেলা সামাজিক বন কর্মকর্তা গোলাম কবির, সুপার আব্দুল কাদির প্রমুখ।

পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। মেলায় প্রায় ৭০ প্রজাতির বৃক্ষসহ মোট ০৫টি স্টল অংশগ্রহণ করেছে।

ইএইচ

Link copied!