Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গৌরনদীতে প্রতিষ্ঠান প্রধানদের অবহিতকরণ সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৪:০৪ পিএম


গৌরনদীতে প্রতিষ্ঠান প্রধানদের অবহিতকরণ সভা

বাংলাদেশ স্কাউটস গৌরনদী উপজেলা স্কাউট ফি অনলাইন ব্যাংকিং রকেট এ পরিশোধ বিষয়ক প্রতিষ্ঠান প্রধানদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলার সহায়তায় গৌরনদী উপজেলা শাখার আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিলের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি মো. আবু আব্দুল্লাহ খান।

অতিথি হিসেবে এ সময় বক্তব্য দেন- মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক ও বরিশাল জেলা শিক্ষা অফিস মো. জাহাঙ্গীর হোসেন।

আরও বক্তব্য দেন- বরিশাল বিএম স্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলা শাখার কোষাধ্যক্ষ ও লিডার ট্রৈইনার মো. মোমিম হাওলাদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ, উপজেলা কমিশনার বাবুল হোসেন, উপজেলা স্কাউটস লিডার মো. রোকনুজ্জামান পনির।

শেষে অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার স্কুল ও মাদরাসার প্রতিষ্ঠান প্রধানরা।

ইএইচ

Link copied!