Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

কাউনিয়ায় মরিচ ক্ষেতের সঙ্গে শত্রুতা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৪:১৫ পিএম


কাউনিয়ায় মরিচ ক্ষেতের সঙ্গে শত্রুতা

রংপুরের কাউনিয়ায় রাতের আঁধারে কৃষকের ১ একর ৬ শতাংশ জমির মরিচ ক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

জীবন-জীবিকা নির্বাহ আয়ের একমাত্র উৎস উঠতি এই ফসলের স্বপ্ন নিমিষে ভঙ্গ হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মো. মোখলেছুর রহমান।

গত সোমবার রাতে উপজেলার নিভৃতপল্লী টেপামধুপুর ইউনিয়নের চরগনাই এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত মরিচ ক্ষেত পরিদর্শন করেছে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগ।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, তিস্তা নদীর বুকচিরে জেগে ওঠা চরের জমিতে দুই মাস আগে রোপণ করা ক্ষেতজুড়ে টগবগে মরিচ গাছ ছিড়ে-উপড়ে ফেলে তছনছ করেছে দুর্বৃত্তরা। মাটিতে নিথর মরিচ গাছগুলো শুকিয়ে পড়ে আছে।

ভুক্তভোগী কৃষক মোখলেছুর রহমান বলেন, ১ একর ৬ শতাংশ জমিতে প্রায় ২ লক্ষ টাকা খরচ করে ২২ হাজার মরিচের চারা গাছ রোপণ করেছিলেন। সার্বক্ষণিকভাবে ২ মাসের বেশি দিন ধরে অক্লান্ত পরিশ্রম ও পরিচর্যা করেছেন। অধিকাংশ মরিচ গাছে ফুলও এসেছে। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে দেখেন কে বা কারা সব মরিচ গাছ তুলে ফেলেছে। এতে তার অন্তত ১৪ থেকে ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কথাগুলো বলতে গিয়ে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন। তিনি চরগনাই গ্রামের মৃত আজিম উদ্দিন প্রামাণিকের ছেলে এবং একজন প্রান্তিক সফল কৃষক।  

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আকতার বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি। এটি অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণিত কাজ। এতে শুধু চাষির ক্ষতি হয়নি কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন তিনি।

ইএইচ

Link copied!