Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৪:২১ পিএম


হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুশা গ্রামের লিশাত হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এলাকাবাসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নিকেতন স্কুল ও কলেজের পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হত্যার শিকার লিশাতের গ্রাম থেকে হাজার হাজার নারী,পুরুষ ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন- কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও শিশু নিকেতন স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক আখতারুজ্জামান বাদল, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাইয়ুম, শিবলী সাদিক, লিশাতের বড় ভাই মিলু মিয়া, এলাকাবাসী সুজা মিয়া, বদরুল আলম, রিপু মিয়াসহ অনেকে।

কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!