Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৪:২৬ পিএম


ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে বাবাকে ছুরিকাঘাত করতে হত্যা করেছে ছেলে আবু বক্কর সিদ্দিক।

বুধবার রাতে চিলাহাটির ডাঙ্গাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 
ঘটনার বিষয়ে চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে আসামিকে আটকের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে আসামিকে আটকের জন্য অভিযান চলছে।

ইএইচ

Link copied!