Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ঝিনাইদহে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৪:৩১ পিএম


ঝিনাইদহে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

‘স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দু’ এ স্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে ৪র্থ আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

ওয়েলফেয়ার এফোর্টসের (উই) ঝিনাইদহ শাখার আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহ নিউ অ্যাকাডেমি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

সরকারি নুরুনন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহাজালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিকেল বাড়িয়া আমেনা খাতুন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহামান টুকু, ওয়েলফেয়ার এফোর্টসের (উই) পরিচালক শরিফা খাতুন ও ঝিনাইদহ নিউ অ্যাকাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ শিক্ষক সমিতির সভাপতি ও এম কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহি উদ্দীন।

ঝিনাইদহ সদর উপজেলার নির্বাচিত ২০টি ও হরিণাকুন্ডু উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!