Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

শরীয়তপুরে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও সভা

ডামুড্যা প্রতিনিধি

ডামুড্যা প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৪:৩৬ পিএম


শরীয়তপুরে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও সভা

শরীয়তপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) শরীয়তপুরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় শরীয়তপুর সদর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি শরীয়তপুর জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

পরে আইডিইবি শরীয়তপুর জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইডিইবির শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও শরীয়তপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এটিএম জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ মো. আজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইডিইবি শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শরীয়তপুর পৌরসভার অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র সহকারী ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, আইডিইবি শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি ও শরীয়তপুর সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল ইসলাম, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সেলিম মোল্লা, আইডিইবি শরীয়তপুর জেলা শাখার দপ্তর সম্পাদক ও শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী ফরহাদ মিয়া, আইডিইবি শরীয়তপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও শরীয়তপুর গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তিমির মন্ডল প্রমুখ।

ইএইচ

Link copied!