Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিশ্ব ডায়াবেটিস দিবসে ময়মনসিংহে র‌্যালি ও সভা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৪:৪২ পিএম


বিশ্ব ডায়াবেটিস দিবসে ময়মনসিংহে র‌্যালি ও সভা

‘সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ ডায়াবেটিস সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৪ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার হরিকিশোর রায় রোডস্থ মডাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোলপুকুরপাড় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

এরপর মডাস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মডাসের সহ-সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. প্রদীপ কুমার সাহা, উপ-পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ।

অনুষ্ঠানে বক্তারা সুস্বাস্থ্য নিশ্চিতে ডায়াবেটিসের ঝুঁকি ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করেন।

এ সময় রেঞ্জ অফিস, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডায়াবেটিস সমিতির সদস্যবৃন্দ সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!