Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সিসিকের সাবেক কাউন্সিলর মতিউর গ্রেপ্তার

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

নভেম্বর ১৪, ২০২৪, ০৪:৪৯ পিএম


সিসিকের সাবেক কাউন্সিলর মতিউর গ্রেপ্তার

সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে র‌্যাব-৯ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।

এসএমপি সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, মতিউর রহমানের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন এবং বাংলাদেশ পেনাল কোডের একাধিক ধারায় মামলা রয়েছে।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মতিউর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপি সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!