Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

বিআইডব্লিউটিএর ড্রেজিং পাইপে আগুন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৫:১৭ পিএম


বিআইডব্লিউটিএর ড্রেজিং পাইপে আগুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আরিচার পুরাতন লঞ্চঘাট বিআইডব্লিউটির ড্রেজিং অফিসের সামনে ড্রেজিং মেশিনের পাইপে আগুন লেগে পুড়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটির ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী তিনটি ইউনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ‘এখন শীতের মৌসুম বালির উপরে পাইপগুলো রাখা ছিল এখানে আগুন ধরার কোন রকম সুযোগ নেই । উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।’

বিআইডব্লিউটির ওয়াচম্যান তোতা মিয়া বলেন, ‘লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তূপ করে রাখা ছিল। এ সময় ৫০টি পাইপে আগুন লাগে। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনও বুঝা যাচ্ছে না।’ 
ড্রেজিংইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সফল হয়নি। এরপর আমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনও আরো জানান, এই আগুনের ঘটনায় প্রায় ৫০টি ফ্লোটার পাইপ পুড়ে গেছে এবং ৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তবে, কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা এখনো নিশ্চিত নয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া  বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে মোট তিন ইউনিট কাজ করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাতের বিষয়টি জানা যায় নি, খতিয়ে দেখা হবে।

ইএইচ

Link copied!