দিনাজপুর প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৪, ০৬:০৬ পিএম
দিনাজপুর প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৪, ০৬:০৬ পিএম
পূজা-অর্চনার মধ্যদিয়ে আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস মেলা।
মেলাকে ঘিরে ব্যাপক আয়োজন করেছেন মেলা কর্তৃপক্ষ।
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরটি অবস্থিত।
ইতিমধ্যে মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। মেলার শুরু থেকে শেষ হওয়ার দিন পর্যন্ত মন্দির ও মেলাটিকে এক নজর দেখার জন্য বাংলাদেশসহ পার্শ্ববর্তী ভারত এবং বিভিন্ন দেশের পর্যটক ও ভক্তবৃন্দের সমাগম ঘটে মাসব্যাপী রাস মেলায়।
এবার মেলায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রদর্শনী ও সার্কাস, যাদু এবং মেলাকে আকর্ষণ করে গড়ে তোলার জন্য হরেক রকমের দোকান পাট মন্দির চত্বরে বসানো হয়েছে।
ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ রাস মেলায় বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
ইএইচ