Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে পরিমাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৭:৩১ পিএম


বাকেরগঞ্জে পরিমাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

মাপে কম দেয়ায় বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনাকালে জেলা বিএসটিআই পরিদর্শক আব্দুল্লাহ আল নাহিদ উপস্থিত ছিলেন।

একই সময় উপজেলার ভরপাশা ইউনিয়নের মিশু ফিলিং স্টেশন ও রঙ্গশ্রী ইউনিয়নের এম খান ফিলিং স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়। তবে এ দুটি প্রতিষ্ঠানে পরিমাপে তেমন কোনো গরমিল পরিলক্ষিত না হওয়ায় তাদের কোনো দণ্ড প্রদান করা হয়নি।

এ বিষয় সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনে অভিযানকালে বিএটিআই পরিদর্শক দলের পরিমাপক যন্ত্রের সাহায্য ১০ লিটার করে  ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাপ করা হয়। তাতে প্রতিটি ক্ষেত্রে ১০ লিটারে প্রায় এক থেকে দেড় লিটার করে তেল পরিমাপে কম পাওয়া যায়। তাই বিধিলঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। এ অভিযান পরিচালনা নিয়মিত অব্যাহত রাখবেন বলেও তিনি জানান।

ইএইচ

Link copied!