Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে নাশকতার মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৭:৩৬ পিএম


টাঙ্গাইলে নাশকতার মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুন সিকদারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪।

বুধবার রাতে উপজেলার ধুলটিয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া গ্রামের ফজল সিকদারের ছেলে মামুন সিকদার (৪১), একই গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে মমিতুল ইসলাম প্রমি (৩০) ও ঢেলি করটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাব্বির।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব-১৪ সিপিসি ৩ টাঙ্গাইলের একটি টিম বুধবার রাতে উপজেলার ধুলুটিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পরে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!