Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবিতে স্মারকলিপি প্রদান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৮:০৬ পিএম


হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবিতে স্মারকলিপি প্রদান

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১২টার সময় রাজবাড়ী সদর হাসপাতাল চত্বরে তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নানের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এ সময় তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নান সটকে পরে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে অবস্থান নিলে শিক্ষার্থীরা সেখানেও বিক্ষোভ করে।

পরে রাজবাড়ীর সিভিল সার্জনের কাছে সদর হাসপাতালের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে শিক্ষার্থীরা।

সিভিল সার্জনের কার্যালয় থেকে বের হয়ে সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে ঘণ্টা ব্যাপী অবস্থান করেন তারা।
পরে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নানকে এই হাসপাতাল থেকে পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইদুর রহমান সাতিব, তাহসীন বিন আতিয়ার তামিম, সৈয়দ আরাফাত, তাফসীন হক, নুর মো. নয়ন, নাফিসা প্রভাসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ 

Link copied!