Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

বোরহানউদ্দিনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৪, ০৮:৩৯ পিএম


বোরহানউদ্দিনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এ স্লোগানকে সামনে রেখে হেমন্তের পড়ন্ত বিকালে উৎসবমুখর পরিবেশে ভোলার বোরহানউদ্দিনে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৪’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সাড়ে ৩টায় পৌর শহরের বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে টাইটানস্ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির প্রথম উপদেষ্টা ও নির্বাহী সদস্য ২০১৮ সালে ভোলা-২ আসন থেকে বিএনপির বিকল্প প্রার্থী ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।

এ সময় তিনি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান কবির, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফাইজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পরাণ আহসান,পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলামসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা উপস্থিত ছিলেন।

এ সময় ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বলেন, মাদকের ভয়াবহতা থেকে বোরহানউদ্দিন শহরের যুব সমাজকে দূরে সড়িয়ে রাখতে এবং দর্শকদের বিনোদন দিতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

খেলা ৪টি দলে ভাগ করা হয়েছে।

বোরহানউদ্দিন টাইগার্স, বোরহানউদ্দিন প্যানথারস, বোরহানউদ্দিন কিংস, বোরহানউদ্দিন ওয়ারিয়র্স।

উদ্বোধনী খেলায় বোরহানউদ্দিন প্যানথারস বনাম বোরহানউদ্দিন কিংস একাদশ অংশ গ্রহণ করে।

নির্ধারিত সময়ে বোরহানউদ্দিন কিংস-০২ গোলে বোরহানউদ্দিন প্যানথারসকে পরাজিত করে জয় লাভ করে।

ইএইচ

Link copied!