Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিহাতীতে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৪:২০ পিএম


কালিহাতীতে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকান পুড়েছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ৮টি দোকান পুড়ে যায়। এতে প্রায় আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে এলেঙ্গা ও ঘাটাইল ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে ফায়ার সার্ভিস।

ইএইচ

Link copied!