Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তিন মাস পর খুলেছে গাজীপুর সাফারি পার্ক, বেড়েছে প্রাণির সংখ্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৪:২৫ পিএম


তিন মাস পর খুলেছে গাজীপুর সাফারি পার্ক, বেড়েছে প্রাণির সংখ্যা

প্রায় তিন মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে গাজীপুর সাফারি পার্ক।

শুক্রবার সকাল নয়টা থেকেই দর্শনার্থীরা পার্কে প্রবেশ করছেন। দীর্ঘদিন দর্শনার্থীশূন্য থাকায় বেড়েছে পার্কের পশু-পাখির সংখ্যা।

দীর্ঘদিন পর সাফারি পার্ক খোলার খবর শুনে সেখানে বেড়াতে গিয়েছিলেন ময়মনসিংহে সাদিয়া সুলতান। তিনি বলেন, পার্ক খুলে দেওয়ায় প্রকৃতির মতো আমাদের মধ্যেও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিনোদনের জন্য এসব প্রতিষ্ঠান খুলে দেওয়ায় মানুষ উৎফুল্ল।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার থেকে সাফারি পার্ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পার্ক বন্ধ থাকা অবস্থায় এখানে ব্যাপক পরিবর্তন এসেছে। এখানকার বন্যপ্রাণিগুলোর প্রজনন অনেকটা বেড়েছে। যেহেতু, এতদিন এখানে কোনো কোলাহল ছিল না, লোকজনের ডিস্টার্ব ছিল না। বর্তমানে এসব প্রাণিগুলো দর্শনার্থীদের জন্য একটি বাড়তি আকর্ষণ,‍‍` যোগ করেন তিনি।’

তিনি আরও বলেন, ‘সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশেও এসেছে ব্যাপক বৈচিত্র্য। গাছগুলোতে বাসা বেঁধেছে অসংখ্য পাখি। পানকৌড়ি, তেলা ঘুঘুসহ অসংখ্য প্রজাতির ঘুঘু ও বক এসে ভরে গেছে। যে পাখিগুলো বাসা বেঁধেছে তারাও বাচ্চা দিয়েছে। সব মিলিয়ে পার্ক এখন পাখির রাজ্যে পরিণত হয়েছে।’

ইএইচ

Link copied!