Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি আটক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৪:৪৪ পিএম


নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় রিয়াজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটে কচাকাটা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

আটক রিয়াজুল ইসলাম থানার ফেডারেশন সংলগ্ন সরকারটারী গ্রামের মৃত ছাফরুল্লার পুত্র বলে জানা গেছে। এ সময় তার কাছে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪৩০০ টাকাসহ মাদক সেবন কাজে ব্যবহারিত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানা অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী রিয়াজুলের নামে আগেরও দুটি মামলা রয়েছে। নতুন মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

ইএইচ

Link copied!