Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৪:৫২ পিএম


বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জ থানায় বিএনপির দায়ের করা মামলায় মো. নুরুল ইসলাম মাস্টার (৬৫) নামে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নুরুল ইসলাম মাস্টার পৌর শহরের হাটখোলা এলাকার বাসিন্দা এবং সুজালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ব্যাপক জনপ্রিয়তার কারণে দুইবার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ডেকে নিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বলেন, চলতি বছরের ১৪ অক্টোবর বিএনপির দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে দিনাজপুর কোতয়ালী থানা হেফাজতে রাখা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

ইএইচ

Link copied!