Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আড়াইহাজারে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৫:০২ পিএম


আড়াইহাজারে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছ পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে থানার ওসি এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, আব্দুল খালেক, আনোয়ার হোসেন, মো. রিপন।

তাকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরও ৩ জন আসামিসহ মোট ৭ জন আসামিকে শুক্রবারে নারায়ণগঞ্জ কোর্টে  প্রেরণ করা হয়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!