Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীতে ৮ম কাব ক্যাম্পুরী উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৫:১৮ পিএম


নীলফামারীতে ৮ম কাব ক্যাম্পুরী উদ্বোধন

‘কাবিং করি সবুজ প্রকৃতি গড়ি’ এ প্রতিপাদ্যে নীলফামারীতে পাঁচদিন ব্যাপী ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু হয়েছে।

শুক্রবার নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৮ম ক্যাম্পুরী চিফ আশরাফুল হক।

বাংলাদেশ স্কাউটস নীলফামারী সদর উপজেলার শাখার আয়োজনে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানীর সভাপতিত্বে এবং স্কাউটসের সহকারী লিডার ট্রেনার আবু ছায়েদ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, বাংলাদেশ স্কাউটসের সাবেক যুগ্ম নির্বাহী পরিচালক তৌহিদ উদ্দীন আহমেদ, বাংলাদেশ স্কাউটস নীলফামারী সদর উপজেলার কমিশনার গোলাম মোস্তফা খোকন, ৮ম কাব ক্যাম্পুরীর সদস্য সচিব আতাউর রহমান, স্কাউটসের সহকারী লিডার ট্রেনার খলিলুর রহমান প্রমুখ।

৮ম উপজেলা কাব ক্যাম্পুরীর সদস্য সচিব আতাউর রহমান জানান, ৮ম উপজেলা কাব ক্যাম্পুরীতে সদর উপজেলার ৪২টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছে। প্রত্যেক বিদ্যালয় থেকে একজন কাব লিডার শিক্ষকসহ ৬ জন কাব শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে।

ইএইচ

Link copied!