Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগরে যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ ৩ কারবারি আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৫:২৬ পিএম


অভয়নগরে যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ ৩ কারবারি আটক

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-মাদকদ্রব্য ও চোরাই মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বৌবাজার ও গুয়াখোলা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটক তিন মাদক কারবারি হলেন, উপজেলার বৌবাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে রুহুল আমিন বিশ্বাস (৪৩), একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেন্টু আহমেদ (৫২) ও উপজেলার বুইকারা গ্রামের মৃত আলিফ আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮)।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপজেলার বৌবাজার ও গুয়াখোলা গ্রামে অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি রুহুল আমিন বিশ্বাস, সেন্টু আহমেদ ও মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাসকে আটক করা হয়।

ওসি আরও বলেন, আটক তিন জনের কাছ থেকে ১৯টি দেশীয় ধারালো অস্ত্র, ৩টি চাইনিজ কুড়াল, ৪১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশি মদ, একটি চোরাই মোটরসাইকেল (১৫০ সিসি), ৩টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, আটক মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাস যশোর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

এছাড়া রুহুল আমিন বিশ্বাস ও সেন্টু আহমেদের নামে অভয়নগর থানায় হত্যা চেষ্টাসহ একাধিক মাদক মামলা রয়েছে।

ইএইচ

Link copied!