Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

থানচি প্রেসক্লাবের কমিটি গঠন

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৫:৩৪ পিএম


থানচি প্রেসক্লাবের কমিটি গঠন

বান্দরবানের থানচি প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে আলোচনা মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১টা সময় থানচি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিশেষ আলোচনা মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি পদে একাত্তর টিভি ও বাংলাদেশ বেতারের উপজেলা প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ-সভাপতি পদে দৈনিক আমার সংবাদ ও দৈনিক সাঙ্গু পত্রিকার উপজেলা প্রতিনিধি রেমবো ত্রিপুরা, সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি চহ্লামং মারমা, কোষাধ্যক্ষ দৈনিক দেশ বাংলার প্রতিনিধি চিংথোয়াইঅং মারমা, নির্বাহী সদস্য দৈনিক ঘণ্টা প্রতিদিন মথি ত্রিপুরা, সদস্য দৈনিক বিকালবেলা প্রতিনিধি হিমংপ্রু মারমা, সদস্য অনলাইন তালাশের প্রতিনিধি শহিদুল ইসলাম ও  সদস্য সাপ্তাহিক মাইণী পত্রিকার প্রতিনিধি কাইথাং খুমিকে নিয়ে আট সদস্যবিশিষ্ট থানচি প্রেসক্লাব নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হন।

থানচি প্রেসক্লাব কার্যনির্বাহী নতুন কমিটি সদস্যগণ মেয়াদ পূর্ণ না হওয়ার পর্যন্ত আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন এই নতুন কার্যকরী কমিটি।

ইএইচ

Link copied!