Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৬:২৭ পিএম


দিনাজপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, যারা ৩টি জাতীয় নির্বাচনে জাতিকে ভোট দিতে দেয়নি, তাদেরকে আগামী ৩টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে দিবে না। কর্তৃত্ববাদী দল সাড়ে ১৫ বছর ক্ষমতা দখলে রেখে জামায়াতের শীর্ষস্থানীয় ১১ জন নেতৃবৃন্দকে মিথ্যা ও সাজানো মামলায় ফাঁসিতে ও কারাগারে বন্দি রেখে বিচারের নামে প্রহসন করে হত্যা করেছে।

তিনি বলেন, জামায়াত প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, তবে অন্যায়কারীদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। জামায়াতে ইসলামী বিভাজনমুক্ত ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চায়। এই নতুন বাংলাদেশ গড়তে পতিত স্বৈরাচারের যে কোনো ষড়যন্ত্র জনগণ শক্ত হাতে রুখে দিবে ইনশাআল্লাহ।

প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্ব পাওয়া কোনো আনন্দের বিষয় নয়, এখানে দায়িত্বের গুরুভারের কারণে চোখে পানি চলে আসে। অন্যান্য দল ও জামায়াতে ইসলামীর সেটআপের পার্থক্য এখানেই। আল্লাহ তায়ালাকে সাক্ষী রেখে, জবাবদিহিতার অনুভূত নিয়ে সকলকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করছি। আমি সকল জনশক্তিকে পারস্পরিক মধুর সম্পর্ক ও সহযোগিতামূলকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।

তিনি নির্বাচনী কাজ ও সাংগঠনিক কাজ সমানভাবে আঞ্জাম দিতে সকল পর্যায়ের জনশক্তিদের আহ্বান জানান।

শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আসাদুল হক বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ ও দিনাজপুর জেলা জামায়াত অফিসে জেলা মজলিসে শূরা ও দায়িত্বশীলদের পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির প্রিন্সিপাল আনিসুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, সাবেক জেলা আমির আনোয়ারুল ইসলাম।

অন্যের মধ্যে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা জামায়াতের নবনির্বাচিত সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ও সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত।

ইএইচ

Link copied!