Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মির্জাপুর থানায় রিমান্ডে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক: ফাঁসির দাবিতে বিক্ষোভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৭:৪৭ পিএম


মির্জাপুর থানায় রিমান্ডে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক: ফাঁসির দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কলেজছাত্র ইমন গুলিতে নিহত হয়। ওই মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে ৫ দিনের রিমান্ডে নিয়েছে মির্জাপুর থানা পুলিশ।

এদিকে শুক্রবার সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে মির্জাপুর থানায় রিমান্ডে নেওয়ার খবর পেয়ে তার ফাঁসির দাবিতে বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

পুরাতন শহীদ মিনার থেকে মিছিল শুরু করে থানার পূর্বপাশে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিব সিকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ইমন সিদ্দিকী প্রমুখ।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র ইমন নিহত হয়। ওই মামলায় প্রাধান আসামি ড. আব্দুর রাজ্জাককে পাঁচদিনের রিমান্ডে আনা হয়েছে। শুক্রবার হতে তার রিমান্ড শুরু হয়েছে।

ইএইচ

Link copied!