Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মসজিদে যাবার পথে মুসল্লিকে কুপিয়ে আহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৮:০১ পিএম


মসজিদে যাবার পথে মুসল্লিকে কুপিয়ে আহত

ফরিদপুরের গেরদা ইউনিয়নের পশ্চিম কাফুরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সেকেন মাতুব্বর (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্বকভাবে আহত করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় সেকেন মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুনরায় সন্ত্রাসী হামলার ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আ. জব্বার শেখ জানান, লিটু, রাজু সিকদারদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। তারা আওয়ামী লীগ করার কারণে দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালায় এবং বিভিন্ন সময় আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এ নিয়ে থানায় মামলাও রয়েছে। শুক্রবার জুম্মার নামাজে যাবার সময় আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। আমরা কয়েকজন দৌড়ে পালাতে পারলেও সেকেনকে কুপিয়ে মারাত্বকভাবে আহত করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত লিটু সিকদার ও রাজু সিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা ফোন না ধরায় তাদের বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!