Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মনোহরগঞ্জ বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মনোহরগঞ্জ প্রতিনিধি

মনোহরগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৯:২১ পিএম


মনোহরগঞ্জ বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাওড়া বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে শুক্রবার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাকছুদুর রহমান খোকনের সভাপতিত্বে জাওড়া (প.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মো. সরওয়ার জাহান ভুঁইয়া দোলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মুর্তুজা ভুঁইয়া, আবদুল মুনাফ চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এমএ জি এমন মুজিব, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মানিক।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনের সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য দেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক নাজিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, সহ সাধারণ সম্পাদক ইমাম হোসেন, বিএনপির নেতা মনির আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!