Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নলছিটিতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নলছিটি প্রতিনিধি:

নলছিটি প্রতিনিধি:

নভেম্বর ১৬, ২০২৪, ০২:১২ পিএম


নলছিটিতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মল্লিকপুর থেকে সুর্যপাশার রাস্তার প্রশস্ততা বাড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় রাস্তার পাশে  জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন। এসময় পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আবুল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 ইউএনও নজরুল ইসলাম  জানান, রাস্তা সংস্কারের জন্য  এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

বিআরইউ

Link copied!