Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পিরোজপুরে ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৪, ০২:৫৬ পিএম


পিরোজপুরে ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে পিরোজপুরে বাছাইকৃত ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতী আব্দুল হালিমের সভাপতিত্বে ও জাতীয় ইমাম সমিতির জেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খান মো. আবু নাছের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাখাওয়াত হোসেন, পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মাদ মনিরুজ্জামান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ আব্দুল হান্নান, জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. এম এ সালাম, বরিশাল মহানগর ইমাম   সমিতির সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠি জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী প্রমুখ।

ইএইচ

Link copied!