কিশোরগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৪, ০৩:২৬ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৪, ০৩:২৬ পিএম
কিশোরগঞ্জে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার কুলিয়ারচর ও কটিয়াদী উপজেলায় অভিযান চালায় ডিবির দুটি দল।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কুলিয়ারচর উপজেলার নোয়াগাঁও বাসস্ট্যান্ডের কাছে চেকপোস্ট স্থাপন করে। এ সময় আমির মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করে।
জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন তিনি। গ্রেপ্তার আমির মিয়া কুলিয়ারচর উপজেলার তারাকান্দি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
অপরদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসআই রমজান আলীর নেতৃত্বে ডিবির অপর একটি দল কটিয়াদী উপজেলার বাট্টা চৌরাস্তায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে।
তারা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার বনমালীপুর গ্রামের মিলন মিয়ার ছেলে লিপন মিয়া (৪৫) ও সাজনপুর আঠারবাড়ি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৫০)।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিবির অফিসার ইনচার্জ ওসি আবুল বাশার।
ইএইচ