ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৪, ০৪:২৪ পিএম
ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৪, ০৪:২৪ পিএম
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফরিদপুর বিভাগীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়।
এ সময় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও জাতীয় দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম গোল্লাসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা উপস্থিত ছিলেন।
বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার খেলোয়াড়দের নিয়ে গঠিত লাল দল ও সবুজ দলের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচটি অনুষ্ঠিত হয়। রিপোর্ট লেখার সময় খেলা চলছিলো।
এর আগে, গত ১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু হয়। সারাদেশের ২০ টি দল এ আসরে অংশ নিচ্ছে।
আগামী ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিনে ঢাকার মিরপুরে হোম অব ক্রিকেটে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ইএইচ